
সমান তালেই নাটক ও সিনেমার অভিনয় নিয়ে ব্যাস্ত সময় পার করছেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। সম্প্রতি রায়হান রাফি পরিচালিত ‘দহন’ সিনেমার শুটিং করেছেন মম। সিনেমার শুটিং শেষ করেই উড়াল দিয়েছেন ইন্দোনেশিয়া। না, সিনেমায় না সেখানে কয়েকটি নাটকের শুটিং করছেন এই অভিনেত্রী।
গত ৭ জুলাই রাতের ফ্লাইটে ইন্দোনেশিয়ার বালিতে পৌঁছান মম। সেখানে বি ইউ শুভ এবং সাখাওয়াত মানিকের পরিচালনায় কয়েকটি নাটক ও টেলিফিল্মে অভিনয় করবেন বলে জানিয়েছেন তিনি। নাটগুলোতে মমর বিপরীতে থাকবেন জিয়াউল ফারুক অপূর্ব ও এস এন জনি।
ইন্দোনেশিয়া যাওয়ার আগে গেল ৬ ও ৭ জুলাই সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় মম ‘সাদা ফুল’ নাটকের কাজ শেষ করেছেন। চলতি মাসে নজরুল ইসলাম রাজু, সকাল আহমেদ, হিমেল আশরাফ, ইমরাউল রাফাতের নির্দেশনায় কোরবানির ঈদের নাটকের কাজ শুরু করবেন বলেও জানান মম। এদিকে আগামী সেপ্টেম্বরে ‘বালিঘর’ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেওয়ার কথা আছে তার।
আপনার মতামত লিখুন :
[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Recent Post