
ডেস্ক রিপোর্ট : নবাগত চিত্রনায়িকা এমিয়া এমি অভিনীত সিনেমা ‘ডনগিরি’। সিনেমাটি আগামী ঈদ-উল-আজহায় মুক্তি পেতে যাচ্ছে। এতে এমির বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী ও আনিসুর রহমান মিলন। প্রয়াত যোসেফ শতাব্দীর কাহিনি ও চিত্রনাট্য থেকে ছবিটি পরিচালনা করেছেন শাহ্ আলম মণ্ডল।
এমিয়া এমি বলেন, ‘ আমার ক্যারিয়ায়ের প্রথম ছবি ‘ডনগিরি’। এই ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। নবাগত হিসেবে আমি দেশের দুইজন জনপ্রিয় নায়কের সাথে অভিনয় করেছি। আমি চেষ্টা করেছি ভালো কাজ করার।আগামীতে চেষ্টা করবো দর্শকদের আরও ভালো কাজ উপহার দেয়ার। ছবিতে অনেক গুণী অভিনয়শিল্পী কাজ করেছেন দর্শকদের ভালো লাগবে বলে আশা করছি।’
শাহ্ আলম মণ্ডল বলেন, এখনকার সিনেমার বাজার নিয়ে খুব বেশি আশাবাদী হওয়া যায় না। কারণ কখন খকান সিনেমা ভালো যায় তা বলা মুশকিল।আবার যে ছবিটির ব্যবসা করার কথা নয়, অথচ দর্শক দেখছেন। আমি চেষ্টা করেছি ভালো একটি ছবি নির্মাণের। বাকিটা দর্শক বিচার করবেন।
সাদা কালো প্রেম’ নামে ছবিটির শুটিং শুরু হলেও পরে নাম পরিবর্তন করে ‘ডনগিরি’ রাখা হয়েছে। ‘ডনগিরি’ ছবিতে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, আলীরাজ, সাদেক বাচ্চু, অরুণা বিশ্বাস, কাজী হায়াৎ, অমিত হাসান, জিয়া তালুকদার, রতন, এস আই ফারুক, কমল পাটেকর, রাজাউলসহ অনেকে।
ত্রিভুজ প্রেমের ছবির গল্পে দেখা যাবে, নাতনি বড় হয়ে গায়িকা হবে- না নৃত্যশিল্পী হবে, এ নিয়ে নানা-নানির মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। অন্যদিকে আনিসুর রহমান মিলন একজন চাঁদাবাজ ও পেশাদার খুনি। নায়িকাকে দেখে তিনি তার প্রেমে পড়ে যান। বেরিয়ে আসতে চান অন্ধকার জগৎ থেকে। এভাবেই ঘটতে থাকে নানা ঘটনা।
আপনার মতামত লিখুন :
[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Recent Post