
ডেস্ক রিপোর্ট : ফোন অনেকে কাছ খুব সখের জিনিস আর উপকারীতো বটেই। কিন্তু রাগ বা আচমকা পড়ে যাওয়া মোবাইল ফোনের প্রধান শত্রু। একবার পড়ে গেলে বা ছুড়ে মাড়লে সবই শেষ! সাধের ফোনটির ক্ষতি তখন ঠেকায় আর কে। তবে জামার্নির এক ছেলে দাবি করেছে পড়ে গেলেও ভাঙবে না ফোন।
অ্যাকটিভ ড্যাম্পিং নামের একটি সিস্টেম বা টেকনোলজি আবিষ্কৃত হয়েছে, যার ফলে ফোন একটি নির্দিষ্ট উচ্চতা থেকে মাটিতে পড়লেই অ্যাক্টিভেট হয়ে যাবে। এই ফোন কেসটিতে ফোনের সঙ্গে লাগানো চারটি স্প্রিংয়ের পায়া থাকে। মাটিতে ফোন পড়ার সময়ে এই চারটি পায়া খুলে গিয়ে মাটিতে ফোন অবতরণ হওয়ার সময়ে ফোনকে আচমকা আঘাত পাওয়ার হাত থেকে বাঁচায়।
জার্মানির অ্যালেন বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর বয়সী শিক্ষার্থী ফিলিপ ফ্রেনজেলের মাথায় এই ধারণাটি আসে। একবার তিনি ভুল করে মোবাইলসহ তাঁর জ্যাকেট ছুড়ে ফেলেছিলেন। সিঁড়িতে ধাক্কা খেয়ে ফোন ভেঙে যাওয়ার পরে এই পদ্ধতির কথা তার চিন্তায় আসে।
এই কেসের চার কোনায় চারটি ধাতব স্প্রিং রয়েছে। মাটিতে ফোন পড়ার ঠিক আগের মূহুর্তেই স্প্রিংগুলো বেরিয়ে এসে ফোন মাটিতে পড়ার সময়ে গতিবেগ কমিয়ে দেয়। এর ফলে ফোনের গতিজাড্য সঙ্গে সঙ্গে স্থিতিজাড্যে চলে আসে।
বাজারে এখনও এই কেসটি আসেনি। একটি মাত্র পেটেন্ট আছে, যা কেবল ফ্রেনজেলের কাছেই রয়েছে। জার্মান মেকাট্রনিক্স সোসাইটি থেকে ফ্রেনজেকে সম্মানিতও করা হয়েছে। এখন অপেক্ষা কবে এটি বাজারে আসবে।
আপনার মতামত লিখুন :
Airbag Mobile Phone
[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Recent Post