বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবীতে পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি চলছে। নয়াপল্টন থেকে বিক্ষোভ মিছিলটি নাইটেংগেল মোড়ে আসার আগেই মিছিলে চারপাশ থেকে হাজার হাজার নেতাকর্মী যোগ দেন।
বিক্ষোভ মিছিলে সামনে থেকে স্লোগান দিতে দেখা যায় সদ্য সমাপ্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে।
আজ শনিবার বেলা ১টা ৫০ মিনিটে প্রথমে দলের যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়।
এরপর আস্তে আস্তে আশপাশের এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হয়।
পরে বিক্ষোভ মিছিলটি নাইটেংগেল মোড় ঘুরে আবারো নয়াপল্টনে গিয়ে জমায়েত হয়। এসময় হাজারো নেতাকর্মীর স্লোগানে উত্তাল রূপ ধারণ করে নয়াপল্টন।
এর আগে শনিবার সকল থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কঠোর অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। ঘিরে রাখা হয় বিএনপির কার্যালয়।
আপনার মতামত লিখুন :
[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Recent Post