নতুন বছর টা কে স্বাগতম জানাতে,
কিছু মানুষ যখন বিভিন্ন রেষ্টুরেন্টে ভিড় করছে, প্রিয় জন দের নিয়ে ঘুরায় ব্যস্ত কিন্তুু সম্পূর্ণ ভিন্ন ভাবে “ইচ্ছা পূরন”সেচ্ছাসেবী সংগঠন এর কিছু স্বপ্নবাজ স্বেচ্ছাসেবক রা নিজেরদের নতুন দিনটা এতিম অসহায় বাচ্চাদের সাথে কাটাতে ব্যাস্ত। 💗 সবার জন্য সুন্দর জীবনের সন্ধানে এই শ্লোগান বুকে ধারন করে 💝
আজ ২০২০ সালের প্রথম দিন যশোরের ঝিকরগাছা উপজেলায় বিষহরি এতিমখানায় দিন ব্যাপি বাচ্চাদের সাথে খেলা ধুলা,
* পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, *বাচ্চাদের খেলা ধুলা সামগ্রী বিতরন,
* লেখা জন্য কলম,
* শীত সুরহ্মা সামগ্রী বিতরণ ও দুপুরের খাবার বিতরন করা হয় ।
* বিভিন্ন সচেতনতা মূলক বিষয় শেখানো হয়।
ইচ্ছা পূরন এর রক্ত দান বিষয়ক সম্পাদক মাসুদ রিফাজ এর উপস্থাপন এ জেলা সমন্বয়ক হাসিবুর রহমান এর সহযোগিতায় ও প্রতিষ্ঠাতা সভাপতি সাদ ইমাম এর দিক নির্দেশনাতে ঝিকর গাছা ইচ্ছা পূরন টিম আজকের আয়োজন করেন.. সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন আবু হুরাইরা, রাকিব,আরমান,শাওন,ইমন,সজল,সোহেল রানা,আবু শোয়াইব ইমন,আরমান হোসেন,আব্দুর রহমান ,হুসাইন ,সাকিব লিমন,সোহানুর, ফাহমিদ,জাহিদ,শরিফুল ইসলাম, ইমাম,ফুরকান,রাকিব,সবুজ,হাসিবুল,রায়হান, জীবন, জাহিদ, শাওন, আরো অনেক এ..
এছাড়া এতিমখানার সন্মানিত সভাপতি ও শিক্ষকদের উপস্থিতি ও সহযোগিতায় পরিচালনা করা হয়.
আপনি চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন।
হতে পারেন একজন গর্বিত স্বেচ্ছাসেবক। আসুন মানব সেবায় মানুষের জন্য কাজ করি 💗 সবাই কে নতুন বছরের শুভেচ্ছা রইল 💝
আপনার মতামত লিখুন :
স্বেচ্ছাসেবক
[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Recent Post