সম্পত্তির জেরে ছেলে মো. মাহবুবুর রহমান রাশেদকে খুন করেছে আসামিরা। ভুক্তভোগী পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছে ওই চক্রটি। এখন কলেজপড়ুয়া একমাত্র মেয়েকে হত্যার হুমকি দিচ্ছে তারা। ছেলেকে হারিয়ে এখন মেয়ের জীবন রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন এক অসহায় মা।
বৃহস্পতিবার (৫ মার্চ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আইন, বিচার ও সংবিধান বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পরিবারের পক্ষে সন্তান হত্যার বিচার দাবি করেন রাশেদের মা।
ছেলে হত্যার বিচার চেয়ে মা জহুরা আক্তার লাকী বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর কাছে খুনিদের শাস্তি দাবি করছি। সম্পত্তি নিয়ে বিবাদকে কেন্দ্র করে ঘরবাড়িতে অতর্কিত হামলা চালিয়ে পরিবারের সবাইকে কুপিয়ে আহত করা হয়েছে। রড দিয়ে পিটিয়ে তারা আমার ছেলেকে হত্যা করে। আমরা মামলা করার পর আমাদের বিরুদ্ধে পাল্টা ধর্ষণসহ অন্যান্য হয়রানি মামলা দিয়ে হুমকি দিচ্ছে তারা। আমরা এর প্রতিকার চাই।’
ঘটনার বিবরণ তুলে ধরে তিনি বলেন, ‘জমি-সংক্রান্ত জেরে ২০১৮ সালের ২৩ মে সন্ধ্যার দিকে ঢাকার ক্যান্টনমেন্ট থানার উত্তর মানিকদী আমাদের বাসায় আসামি মোফাজ্জাল হোসেনসহ বেশ কয়েকজন অতর্কিত হামলা চালায়। খুনিরা আমার ছেলে মো. মাহবুবুর রহমান রাশেদকে (২৮) হত্যা করে। ওই মামলায় আসামিরা জামিন নিয়ে ফের হুমকি-ধামকি দিয়ে আসছে। এখন আমাদের বাড়িতে টিকে থাকাই দায়। ছেলেকে হত্যা করেও বেপরোয়া আসামিরা আমার মেয়েকে বারবার হুমকি দিয়ে আসছে।
জহুরা আক্তার লাকী বলেন, এ অবস্থা থেকে মুক্তি পেতে স্থানীয় প্রশাসনসহ অনেকের কাছে ধরনা দিয়েও কোনো লাভ হচ্ছে না। এজন্য প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চাওয়া ছাড়া আমাদের কোনো পথ নেই। আমরা প্রধানমন্ত্রীর কাছে আইনিসহ সব ধরনের সাহায্য চাই।
অসহায় এই মা যখন কথাগুলো বলছিলেন, তখন বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন।
আপনার মতামত লিখুন :
[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Recent Post