“সবার জন্য সুন্দর জীবনের সন্ধানে ” এই শ্লোগান কে সামনে রেখে মানবতার সেবায় ” ইচ্ছা পূরণ” স্বেচ্ছাসেবী সংগঠন এর কার্যক্রম সারাদেশ এ ছড়িয়ে দিতে আজ ৩০/১২/১৯ এ ঝিকরগাছা উপজেলা টিম গঠন করা হলো.. তরুণ সমাজ এগিয়ে আসছে স্বেচ্ছায় মানব সেবায় 💗 এসব স্বপ্ন বাজ তরুন দের দ্বারাই মানুষের ভিতর পরিবর্তন আসবে ইনশাল্লাহ। নতুন সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন আবু হুরাইরা, রাকিব,আরমান,শাওন,ইমন,সজল,সোহেল রানা,আবু শোয়াইব ইমন,আরমান হোসেন,আব্দুর রহমান ,হুসাইন ,সাকিব লিমন,সোহানুর, ফাহমিদ,জাহিদ,শরিফুল ইসলাম, ইমাম,ফুরকান,রাকিব,সবুজ,হাসিবুল,রায়হান, জীবন আরো অনেক এ
“ইচ্ছা পূরন” সেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকগণ সবসময় আপনাদের সেবায় নিয়োজিত আছে।
এরা আর কেউ না আপনার, আমার,আমাদের মতই এক দল সাধারণ তরুণ-তরুণী স্বেচ্ছাসেবক।যারা রাতদিন সর্বদা অসহায় রোগীদের সেবা প্রদান করার জন্যে প্রস্তুত।
#আপনার রক্তের বিনিময়ে বেঁচে যেতে পারে অসহায় রোগীর প্রাণ।
#আমাদের সংগঠনের জন্যে সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।
#”ইচ্ছা পূরণ” সেচ্ছাসেবী সংগঠন কেন মানব সেবামূলক কাজ করে যাচ্ছে তার কিছু নমুনা দিলাম।
**আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যঃ
১. সবার জন্য সুন্দর জীবন
২. আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সৃষ্টির সেবা করা।
৩. পারস্পরিক সেবা, সহানুভূতি। ও সহযোগীতার সম্পর্ক সৃষ্টি করা।
৪. সমাজের সকল স্তরের মানুষের মাঝে মানবতার বানী পৌঁছে দেওয়া।
৫. রক্তদানের মাধ্যমে একটি জীবন বাঁচাতে এগিয়ে আসা।
৬. রক্তদানের মাধ্যমে সামাজিক সচেতনতা সৃষ্টি করা।
৭. রক্তদানে সারা বাংলাদেশের মানুষ কে উদ্বুদ্ধ করা।
৮ সৎ,দক্ষ ও দেশপ্রেমিক তরুণ সমাজকে মানবতার কল্যাণে সংঘবদ্ধভাবে সংগঠিত করা।
৯. রক্তদানের মাধ্যমে নিজেদের মধ্যে সুসর্ম্পক সৃষ্টি করা।
১০. শুধু রক্তদানই না,অসহায় পরিবারের মুখে হাসি ফোটানোও আমাদের উদ্দেশ্য।
১১ রক্তদানের মাধ্যমে দেশকে ভালোবাসা।
১২. এতিম বাচ্চাদের জন্য কিছু করা
১৩. অসহায় দের পাশে দাড়ানো.
১৪. পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার স্বপ্নে.
১৫. হ্মুদা মুক্ত বাংলাদেশের জন্য।
১৬. মাদক এর ভয়াল ছোবল হতে তরুণ সমাজকে রক্ষা করা।
১৭. মানুষের ভিতর সচেতনতা বৃদ্ধি।
চাইলে আপনিও হতে পারেন স্বেচ্ছায় রক্তদাতাদের
একজন..
স্বেচ্ছায় রক্তদানসহ আমাদের বিভিন্ন সেবামূলক
কর্মকান্ডে অংশগ্রহণ করতে চাইলে আমাদের সাথে
যোগাযোগ করুন।
মোঃ সাদ ইমাম (সাদ)
প্রতিষ্ঠাতা সভাপতি
মোবাইলঃ 01757397248
#চাইলে আপনি ও হতে পারেন আমাদের মাধ্যমে এক জন গর্বিত স্বেচ্ছাসেবক।
আসুন কাজ করি সবার জন্য সুন্দর জীবনের সন্ধানে 😍
#আরো যোগাযোগ করতে পারেনঃ ০১৯৬১১৬৫০১৭
মোঃ হাসিবুর রহমান হাসিব (জেলা সমন্বয়ক)
০১৯২৩৪৫৪৫৪১ মাসুদ রিফাজ ( রক্ত দান বিষয়ক সম্পাদক)..
সংগঠন এর চেয়ারম্যান সাদ ইমাম সকলের মঙ্গল কামনা করেছেন
আপনার মতামত লিখুন :
পরিচ্ছন্ন পরিষ্কার রক্তদান
[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Recent Post