All Country News :সবচেয়ে জনপ্রিয়

Facebook Page

Twitter Follow

ইংলিশ ভার্সন

প্রকাশিত তারিখ : November 7, 2018 | আপডেট সময়: 12:07 PM

4 Views

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ শুরু

hasina kamal

ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট ও অাওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের দ্বিতীয় দফা সংলাপ শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর সরকারি বাস ভবন গণভবনে বুধবার সকাল ১১টায় এ সংলাপ শুরু হয়েছে।

দ্বিতীয় দফা এ সংলাপে অাওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের ১১ জন ও ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের ১১ জন অংশ নিয়েছেন।

গণফোরামের মিডিয়া উইং কর্মকর্তা লতিফুল বারী হামিম জানান, ড. কামাল হোসেনের সঙ্গে প্রতিনিধি দলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, গণফোরামের মহাসচিব মোস্তফা মহসিন মন্টু, গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, জাতীয় ঐক্য প্রক্রিয়ার কেন্দ্রীয় নেতা সুলতান মোহাম্মদ মনসুর অংশগ্রহণ করেছেন।

গত ১ নভেম্বর সন্ধ্যায় ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের ২০ সদস্যের প্রতিনিধি দল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে অংশ নিয়েছিলেন। আজ (বুধবার) দ্বিতীয় দফায় আবারও সংলাপে বসছেন তারা।

[প্রিয় পাঠক, আপনিও এফ টিভি নিউজ অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, রাজনীতি, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-ftvnewsbd@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

আরও পড়ুনRecent Posts